বিজেপির সুরে সুর মেলালেন নিরুপম

দুই রাজ্যে বিধানসভা ভোটের আগে অন্তর্দলীয় কোন্দলে জেরবার কংগ্রেস। প্রকাশ্যে হাইকম্যান্ডের বিরোধিতা করছেন অনেকে। প্রবীণ ও নবীন লবির বিরোধও মাত্রাছাড়া। এর মধ্যেই স্পর্শকাতর রাফালে শস্ত্রপূজা ইস্যুতে দলের উল্টো গাইলেন মহারাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। ফ্রান্স সফরে রাফাল হস্তান্তরের সময় নারকেল, লেবু, ফুল চড়িয়ে এবং ওঁ লিখে শস্ত্রপূজা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপরেই প্রতিরক্ষায় গেরুয়াকরণের অভিযোগ তুলে বিজেপিকে বেঁধে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ও সাংসদরা শস্ত্রপূজাকে সস্তা চমক বলেন। অথচ দলের লাইনের বিপরীতে গিয়ে সঞ্জয় নিরুপম বলেন, শস্ত্রপূজার রেওয়াজ বহু পুরনো। কোনও প্রথাকে এভাবে সস্তা চমক বলা ঠিক নয়।

কিছুদিন আগে এই নিরুপমই মহারাষ্ট্র বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিট বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সরব হন। প্রতিবাদে দলের প্রচারে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন। তারপর এখন শস্ত্রপূজা ইস্যুতে তাঁর মুখে উল্টো সুর শুনে তাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন-রাফালের ছবি প্রকাশ বায়ুসেনার, লেজের গায়ে কেন লেখা ‘আর. বি.’?

 

Previous articleরাফালের ছবি প্রকাশ বায়ুসেনার, লেজের গায়ে কেন লেখা ‘আর. বি.’?
Next articleমালবাজারে সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি, মৃত ১