বাড়িতে ফাটল, ঘুম উড়েছে বাসিন্দাদের

নতুন বাড়িতে বছর ঘুরতে না ঘুরতেই ফাটল। ২০১৭ সালে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য ২০২জনকে কামারহাটি পুরসভা নতুন বাড়িতে স্থানান্তরিত করা হয়। এক বছরের মধ্যেই অধিকাংশ বাড়িতেই বিপজ্জনক ফাটল দেখা দেয়। পুরসভা থেকে মেরামতি করে দিলেও, কদিন পরে আবার ফাটল বড় আকার নেয়। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, মেট্রো যথাযথ টাকা দেওয়া সত্ত্বেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করা হয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান বিমল ঘোষ। বাসিন্দারা অভিযোগ করলে, যথাযথ ব্যবস্থা নেওয়ার অশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-নয়া বাস রুটের দাবিতে নাগরিক কনভেনশন