ফের গ্রেনেড হামলা উপত্যকায়

ফের গ্রেনেড হামলা উপত্যকায়। শনিবার, বেলা দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। ঘটনায় জখম হয়েছেন ১ মহিলা সহ পাঁচজন। শ্রীনগরের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
অনন্তনাগের পরে শ্রীনগরে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকায় নিরাপত্তায় আরও বাড়ানো হয়েছে। শ্রীনগর হাইওয়েতেও সতর্কতা জারি।

উপত্যকায় গত এক মাসে দু’বার গ্রেনেড হামলা। ৫ অক্টোবর অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। রাস্তাতে পড়ে ফেটে যায় সেটি। এর জেরে স্প্লিনটার ছিটকে জখম হন ট্রাফিক পুলিশ, সাংবাদিক সহ পথ চলতি মানুষ।

অনন্তনাগকে জঙ্গিরা তাদের ‘সেফ জোন’ বানাতে চাইছে বলে খবর জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে। জঙ্গিরা এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়েছে বলেও খবর। এ দিনের হামলা সেই আশঙ্কাকেই উসকে দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন – উপত্যাকায় পিছিয়ে গেল পোস্ট-পেড মোবাইল চালুর দিন

Previous articleবিজেপির ধরনা মঞ্চ থেকে বুদ্ধিজীবীদের তুলোধনা
Next articleমা দুগ্গার টরন্টো ভ্রমণ