অমিতাভকে ভালবাসি! বিস্ফোরক রেখাপাত

অমিতাভের ৭৭তম জন্মদিনে বিস্ফোরক রেখা। স্পষ্ট ভাষায় বললেন, ভালবাসেন অমিতাভকে। কিন্তু বয়সের পরিপক্কতায় ম্যাটিনি আইডল রেখা বিতর্ক ধামাচাপা দিতে সেই ভালবাসাকে অন্য খাতে বইয়ে দিয়েছেন।

কী বলেছেন রেখা? সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে ভানুরেখা গণেশনকে প্রশ্ন ছিল, আপনি অমিতাভকে পছন্দ করেন না ভালবাসেন? উত্তরে রেখার জবাব, অমিতাভের মধ্যে এমন কিছু রয়েছে, যা অন্য কারওর মধ্যে দেখিনি। সব রকমের ভাল গুণ কী করে একটা মানুষের মধ্যে থাকে, তা দেখে আমি অবাক হয়ে যাই। তাই অভিনেতা হিসাবে আমি অমিতাভকে ভালবাসি। রেখার এই নয়া রেখাপাতে অস্বস্তি বাড়ল না কমল বচ্চন পরিবারের তা ভবিষ্যতই বলবে। যদিও এখন বচ্চন পরিবারের সঙ্গে রেখার মধুর সম্পর্ক। বিশেষত অমিতাভ-পুত্রবধূ ঐশ্বর্যের বাড়িতে এসে তাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বয়স তাঁকে সম্পর্কের ক্ষেত্রেও অন্য মানুষে পরিণত করেছে।