মোদির উপহার আর দুপুরের আপ্যায়নের পদ জেনে নিন

সকাল দশটায় চিনা প্রেসিডেন্ট জিং পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু। প্রথমেই উপহার দেওয়া নেওয়ার পালা। চিনা প্রেসিডেন্ট কী উপহার দেবেন সে রহস্য ভেদ করা সম্ভব হয়নি। তবে মোদি দক্ষিণ ভারতীয় উপহারে ভরিয়ে দেবেন অতিথিকে। দেবেন নাচিয়ারকোলি ব্রাঞ্চড আন্নাম ল্যাম্প, যা ৬ ফুট লম্বা আর ১০৮ কেজি ওজনের। তৈরি করতে সময় লেগেছে ১২ দিন। দেবেন তাজাম্ভুর পেইন্টিংয়ের সরস্বতী মূর্তি। দক্ষিণের বিখ্যাত শিল্পী পি লোগামাথনের তৈরি এই ৪ ফুটের মূর্তির ওজন ৪০ কেজি। তৈরিতে সময় লেগেছে ৪০ দিন। জিং পিংয়ের জন্য দুপুরের লাঞ্চ টেবিলে থাকছে দক্ষিণ ভারতের স্পেশাল খাবার পদ। মূলত করাইকুদির নানা পদের মধ্যে থাকছে থাক্কালি রসম, আরচাবিত্তা রসম, কদলাই কুরুমা, কাভানারাসি হালুয়া।

Previous articleসুদীপের হিন্দমোটরের বাড়িতে এবার লক্ষ্মীপুজো করবেন প্রীতমা
Next articleঅমিতাভকে ভালবাসি! বিস্ফোরক রেখাপাত