তারাপীঠে মা তারার আবির্ভাব দিবসে ভক্ত সমাগম

মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে ভোর থেকেই তারাপীঠে ভক্ত সমাগম। প্রতি বছরের মতো এবারও প্রতিমাকে মূল মন্দির থেকে বের করে সামনের চাতালের বিরাম মঞ্চে রাখা হয়। সারাদিন সেখানে থাকার পরে সন্ধেয় ফের মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

আবির্ভাব দিবসে সারাদিন কোনও ভোগ হয় না। সন্ধেয় মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে সেখানে ভোগ নিবেদন করা হয়। কথিত আছে, আজকের দিনে জয় দত্ত নামে এক বণিক দেবীর দর্শন পেয়েছিলেন। সেই থেকেই এই দিনটিকে আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন – তল্লাশিতে উদ্ধার ২৫০ কেজি নিষিদ্ধ বাজি

Previous articleকমিউনিস্টদের সঙ্গে জোট করে ফের পর্তুগালে ক্ষমতায় সোস্যালিস্টরা
Next articleজিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে হচ্ছে না, দাবি ভারতীর