কমিউনিস্টদের সঙ্গে জোট করে ফের পর্তুগালে ক্ষমতায় সোস্যালিস্টরা

পৃথিবী জুড়ে বাম সমর্থন কি ধীরে ধীরে ফিরছে? ইঙ্গিত অন্তত সেটাই। সুইডেনের পর এবার ফের সোস্যালিস্ট ও কমিউনিস্ট জোটের সরকার ক্ষমতায় ফিরতে চলেছে পর্তুগালে। রবিবারে দেশের ২৭২ আসনের নির্বাচনে পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টার দল পেয়েছে সর্বোচ্চ ১০৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতার চাইতে দশটি আসন কম পেয়েছে তাঁর দল। ভোটের শতাংশে সোস্যালিস্টরা পেয়েছে ৩৬.৬%, আর দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে ২৭.৯% ভোট। পাশাপাশি পর্তুগিজ কমিউনিস্ট পার্টির ভোটে ধ্বস নেমেছে। তারা পেয়েছে ৬.৫% ভোট। আর বাম ব্লকের ভোট ৯.৭%। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৫ সাল থেকেই দুই বাম দল কোস্টা সরকারকে সমর্থন করে ক্ষমতায় রয়েছে। সরকারও তাদের সমর্থনে চলেছে নিরুপদ্রবে। কোস্টা জানিয়েছেন, দেশের মানুষের রায় মেনে নিয়ে তিনি আবার কমিউনিস্টদের সমর্থন নিয়ে সরকার গড়বেন, যে জোট ‘গেরিনগোঙ্কা’ নামে দেশে পরিচিত।

ভোটের সপ্তাহ দুয়েক আগে এক সমীক্ষায় বলা হয়েছিল, কোস্টার দল ভোটে এবার একক গরিষ্ঠতা পেতে চলেছে। কিন্তু ভোটের কয়েক দিন আগে এক ঘোটালায় ফেঁসে গিয়ে সোস্যালিস্টদের সমর্থনে কিছুটা ভাটা পড়ে। হঠাৎই দেশের সেনা ছাউনি থেকে বহু অস্ত্র চুরি যায়। তদন্ত করতে গিয়ে দেখা যায় সোস্যালিস্টদের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। যা ক্ষমতাসীনদের পিছনে ঠেলে দেয়। তবু গতবারের ৮৫ আসন থেকে বেড়ে ১০৬ আসনে পৌঁছায় সোস্যালিস্টরা। দক্ষিণপন্থীদের দৌড় ৭৭ আসন পেয়েই থেমে যায়। ৩৪ বছরে এবার সবচেয়ে কম আসন পেয়েছে দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে

Previous articleউপত্যাকায় পিছিয়ে গেল পোস্ট-পেড মোবাইল চালুর দিন
Next articleতারাপীঠে মা তারার আবির্ভাব দিবসে ভক্ত সমাগম