Saturday, November 15, 2025

কমিউনিস্টদের সঙ্গে জোট করে ফের পর্তুগালে ক্ষমতায় সোস্যালিস্টরা

Date:

পৃথিবী জুড়ে বাম সমর্থন কি ধীরে ধীরে ফিরছে? ইঙ্গিত অন্তত সেটাই। সুইডেনের পর এবার ফের সোস্যালিস্ট ও কমিউনিস্ট জোটের সরকার ক্ষমতায় ফিরতে চলেছে পর্তুগালে। রবিবারে দেশের ২৭২ আসনের নির্বাচনে পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টার দল পেয়েছে সর্বোচ্চ ১০৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতার চাইতে দশটি আসন কম পেয়েছে তাঁর দল। ভোটের শতাংশে সোস্যালিস্টরা পেয়েছে ৩৬.৬%, আর দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে ২৭.৯% ভোট। পাশাপাশি পর্তুগিজ কমিউনিস্ট পার্টির ভোটে ধ্বস নেমেছে। তারা পেয়েছে ৬.৫% ভোট। আর বাম ব্লকের ভোট ৯.৭%। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৫ সাল থেকেই দুই বাম দল কোস্টা সরকারকে সমর্থন করে ক্ষমতায় রয়েছে। সরকারও তাদের সমর্থনে চলেছে নিরুপদ্রবে। কোস্টা জানিয়েছেন, দেশের মানুষের রায় মেনে নিয়ে তিনি আবার কমিউনিস্টদের সমর্থন নিয়ে সরকার গড়বেন, যে জোট ‘গেরিনগোঙ্কা’ নামে দেশে পরিচিত।

ভোটের সপ্তাহ দুয়েক আগে এক সমীক্ষায় বলা হয়েছিল, কোস্টার দল ভোটে এবার একক গরিষ্ঠতা পেতে চলেছে। কিন্তু ভোটের কয়েক দিন আগে এক ঘোটালায় ফেঁসে গিয়ে সোস্যালিস্টদের সমর্থনে কিছুটা ভাটা পড়ে। হঠাৎই দেশের সেনা ছাউনি থেকে বহু অস্ত্র চুরি যায়। তদন্ত করতে গিয়ে দেখা যায় সোস্যালিস্টদের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। যা ক্ষমতাসীনদের পিছনে ঠেলে দেয়। তবু গতবারের ৮৫ আসন থেকে বেড়ে ১০৬ আসনে পৌঁছায় সোস্যালিস্টরা। দক্ষিণপন্থীদের দৌড় ৭৭ আসন পেয়েই থেমে যায়। ৩৪ বছরে এবার সবচেয়ে কম আসন পেয়েছে দক্ষিণপন্থী সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version