প্রোটিয়দের বিরুদ্ধে বিরাট জয়, সিরিজ জিতে নয়া রেকর্ড

প্রত্যাশিত ছিল। খালি প্রশ্ন ছিল কোন সময়ে। ঘড়ির কাঁটায় ঠিক তিনটে। জাদেজার বলে প্লাম্ব এলবি প্রোটিয়দের শেষ ব্যাটসম্যান মহারাজ। ইনিংস শেষ ১৮৯ রানে। এক ইনিংস আর ১৩৭ রানে জিতল বিরাট বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। সিরিজ দখল ভারতের। এবং সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অবশ্যই ঋদ্ধিমান সাহা, অশ্বিন এবং ঊমেশ।

পুণে টেস্ট অবশ্যই মনে রাখবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জীবনের সর্বোচ্চ রান শুধু করলেন তাই নয়, একের পর এক রেকর্ড করেছেন। তাঁর ২৫৪ রান আর মায়াঙ্কের সেঞ্চুরি ভারতকে ৬০১ রানের পাহাড়ে নিয়ে যায়। মায়াঙ্ক পেলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ আর স্বাভাবিকভাবেই বিরাট ম্যান অফ দ্য ম্যাচ। একদিকে বিরাট রানের চাপ, অন্যদিকে ভারতের পেস আর স্পিনের মিশ্রণ সামলাতে পারেনি ডুপ্লেসিরা। প্রথম ইনিংস গতকাল ২৭৫ রানে শেষ হওয়ার পর আজ সকালে বিরাট প্রোটিওদের ফলো অন করান। শুরুতেই ধাক্কা। তারপর এলগার কিছুটা প্রতিরোধ তৈরি করে ৪৮ করেন। ফিল্যান্ডার ৩৭। ঊমেশ আর জাদেজা নিলেন ৩টি করে উইকেট। শামি ২টি, ১টি করে ঈশান্ত আর কুলদীপ। ধোনির শহরে ১৯ তারিখ থেকে তৃতীয় টেস্ট। ৩-০ কী দেখা যাচ্ছে?

আরও পড়ুন-ফলো অনে নেমেও শুরুতে বিপর্যয় প্রোটিয়দের

 

Previous articleপুজো কার্নিভালে গেলেন না কেন রাজীবকুমার?
Next articleরুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল মঞ্জু রানিকে