রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল মঞ্জু রানিকে

প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ানশিপে অংশ নিয়ে সোনা জেতার রেকর্ড করার হাতছানি ছিল। কিন্তু মেরি কমের পর মঞ্জু রানিও পারলেন না। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

রাশিয়ার উলান উদাতে রাশিয়ারই একতারিনা পাকচেভার কাছে ৪-১ পয়েন্টে হারলেন ৪৮ কেজি বিভাগে। মঞ্জুই একমাত্র ভারতীয় বক্সার, যিনি ফাইনালে পৌঁছন। বিগত ১৮ বছরে মঞ্জু প্রথম বক্সার যিনি আবির্ভাবেই পদক জিতলেন। মেরি কম ছাড়াও বিশ্বচ্যাম্পিয়ানশিপে যমুনা বোরো ৫৪ কেজি বিভাগে, ও ৬৯ কেজি বিভাগে লাভলিনা বরগোহই ব্রোঞ্জ জেতেন। মেরি কম তাঁর হার নিয়ে বিস্মিত। বিএফআই -এর পক্ষ থেকে রিভিউয়ের আবেদন জানানো হয়েছে। অপেক্ষা সিদ্ধান্তর।

আরও পড়ুন-প্রোটিয়দের বিরুদ্ধে বিরাট জয়, সিরিজ জিতে নয়া রেকর্ড

 

Previous articleপ্রোটিয়দের বিরুদ্ধে বিরাট জয়, সিরিজ জিতে নয়া রেকর্ড
Next articleনির্ভয়াকে বেচে লাখ লাখ টাকা তুলছেন সেই ‘প্রেমিক’!