কোজাগরীর আরাধনায় স্বর্ণচুড়িতে সেজে উঠেছেন ‘শ্রীময়ী’

আর পাঁচজনের মতো কোজাগরীর আরাধনায় মেতে উঠেছেন ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রানী হালদার। সোম থেকে রবি টেলিভিশনের পর্দায় সন্ধ্যেবেলায় ঘরে পৌঁছে যান যেই ‘শ্রীময়ী’, সেই ‘শ্রীময়ী’ বাস্তবে কোজাগরীর আরাধনায় মেতে উঠেছেন।

মা লক্ষ্মীর শাড়ির সঙ্গে মানিয়ে নিজেও লাল রঙের শাড়িতে সেজেছেন ইন্দ্রানী হালদার। কাজের ব্যস্ততার মধ্যে লক্ষ্মী পুজোর আয়োজন কীভাবে করলেন এই প্রশ্ন করা হলে সকলের প্রিয় মামণিদি বলেন, ‘আমি ছিলাম না। দেশের বাইরে ছিলাম। মাত্র দু’ঘণ্টার মধ্যে সমস্ত আয়োজন করেছি। প্রথমে ভেবেছিলাম, ছোট করে করব। তারপর যারা প্রতি বছর আসে, তারা আসবে বলায় ভাবলাম যে, না করব যখন একটু বড় করেই করি। সবই মায়ের ইচ্ছা। মায়ের আশীর্বাদ আছে বলেই আমি কম সময়ের মধ্যে সবটা করে উঠতে পেরেছি।’

তবে এখানেই শেষ নয়। এই বক্তব্যের পাশাপাশি সকলের আদরের ‘শ্রীময়ী’-র ‘এসো-মা-লক্ষ্মী’ গানে মেতে ওঠে অভিনেত্রীর বাড়ি। লুচি, ছোলার ডাল, খিচুড়ি, বিভিন্ন ধরনের মিষ্টি ভোগ হিসেবে সাজিয়ে দেয়া হয়। সব মিলিয়ে কোজাগরীর আরাধনায় অভিনেত্রী ইন্দ্রানী হালদারের বাড়ি একেবারে জমজমাট হয়ে উঠেছিল, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

Previous articleপ্ল্যাস্টিক খাওয়া ব্যাকটিরিয়ার খোঁজ পেলেন ভারতের বিজ্ঞানীরা!
Next articleবাঙালির লক্ষ্মীপূজো