১৩টি চোরাই মোবাইল-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। জানা গিয়েছে, গত ১২ আগস্ট রাতে কয়েকজন দুষ্কৃতী উলুবেড়িয়ার নোনা বটতলায় একটি মোবাইলের দোকানের জানালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ১৩টি দামী মোবাইল সহ লক্ষাধিক টাকা চুরি করে পালিয়ে যায় তারা।
পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকা থেকে শেখ রহিম নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইলগুলি।