মঙ্গলবার ফের কোর্ট, জামিন চাইবেন মির্জা

প্রথম দফার জেল হেফাজত শেষে মঙ্গলবার ফের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে আই পি এস মির্জাকে। নারদ কেলেঙ্কারিতে তিনি গ্রেফতার। মঙ্গলবার আবার জামিনের আবেদন করবেন তিনি। সিবিআই কী বলে, সেটাই দেখার। মির্জা কোর্ট এবং কোর্টের বাইরে কী বলেন, তা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে কোর্টে।

আরো পড়ুন – মুকুলকে ফের তলবের তোড়জোড় সিবিআইতে