একই সময়ে জোড়া জয় দুই বাঙালির

কয়েক ঘন্টার ব্যবধান। তার মধ্যেই দুই বাঙালির ‘অ্যাচিভমেন্ট’ গর্বিত করল দেশকে। একজন ক্রিকেট প্রশাসনে, অন্যজন শিক্ষা ও গবেষণায় জয়ের মুকুট পড়লেন। এক বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারী প্রেসিডেন্টের পদে বসার ছাড়পত্র পেয়ে গেলেন, তখন মার্কিন নাগরিক আরেক বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য পেলেন বিশ্বসেরা নোবেল পুরস্কার। নিজ নিজ ক্ষেত্রে বিজয়ী এই দুই বাঙালিরই শিকড় এই কলকাতা। তাঁদের জয়ে গর্বিত বিশ্ব ও বাংলার সমস্ত বাঙালি।

 

Previous articleদাউদ-প্রফুল যোগাযোগের অকাট্য প্রমাণ! মহারাষ্ট্রে ভোটের মুখে তীব্র অস্বস্তি বিরোধী শিবিরে
Next articleমদের ঠেক ভাঙতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত পুলিশ