প্রয়াত সাংবাদিক বরুণ মজুমদার

প্রয়াত সাংবাদিক বরুণ মজুমদার। সোমবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটায় তাঁর মৃত্যু হয়। আকাশবাণীর এই প্রাক্তন সাংবাদিক ও সংবাদপাঠকের বয়স হয়েছিল ৭৭। স্থানীয় সংবাদ পড়ার মধ্যে দিয়ে তিনি শ্রোতাদের ঘরে ঘরে পৌঁছে যান।

১৯৪২-এর ৯ সেপ্টেম্বর পদ্মশ্রী বরুণবাবুর জন্ম শিবপুরে। সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করে প্রথমে শিক্ষকতা ও পরে ‘বসুমতী’ কাগজে সাংবাদিকতা। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ‘ওয়ার করেসপন্ডেন্ট’ হিসাবে কাজ করেন। সেই সময় পাক সেনার হাতে ধরা পড়েও কৌশলে ফিরে আসেন দেশে। তারপর অসাধারণ কিছু যুদ্ধ অভিজ্ঞতার লেখা তাঁর কলম থেকে পাওয়া যায়। তাঁর পুত্রও সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন-প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে-র ৮৮তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং