মহারাষ্ট্রে প্রচারে গিয়ে বিরোধীদের ‘ডুবে মরা’র পরামর্শ দিলেন মোদি

দায়িত্বপূর্ণ পদে বসলে কথাবার্তা সংযত হওয়া উচিত। বিজেপি নেতারা বিরোধী নেতাদের হামেশাই এই পরামর্শ দিয়ে থাকেন।

আর মহারাষ্ট্র বিধানসভার প্রচারে এসে বিরোধীদের ‘ডুবে মরা’র ‘পরামর্শ’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মহারাষ্ট্রের আকোলায় জনসভা থেকে বিরোধীদের ‘ডুবে মরা’র ‘পরামর্শ’ দিলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের 370 ধারা বাতিল ও কাশ্মীর নিয়ে প্রচারকে যাঁরা কটাক্ষ করছেন, তাঁদের ‘ডুবে মরা উচিত।’
‘রাজনৈতিক লাভের কারণে কেউ কেউ বলছেন, 370 ধারা বাতিলের সঙ্গে মহারাষ্ট্র নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আমি তাঁদের বলতে চাই, জম্মু-কাশ্মীরের নাগরিকরাও ভারতীয়। এরপরই তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘ডুবে মরুন, ডুবে মরুন।’
আগামী 21 অক্টোবর বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। ফলাফল ঘোষণা হবে 24 অক্টোবর।

আরও পড়ুন-পুলিশ হেফাজতে বন্ধুপ্রকাশের বন্ধু শৌভিক

 

Previous articleবুধের বিকেলে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
Next articleনোবেলজয়ীকে সংবর্ধনা দেবে রাজ্য