Saturday, November 15, 2025

অনলাইনে বিপুল ছাড় দিয়ে তদন্তের মুখে ফ্লিপকার্ট, অ্যামাজন

Date:

ফ্লিপকার্ট, অ্যামাজন দুর্গাপুজোর আগে 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর, 6 দিন অভাবনীয় ছাড়ে ক্রেতাদের পণ্য বিক্রি করে 19 হাজার কোটি টাকার রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এখন ফের চালু হয়ে গিয়েছে দীপাবলি উপলক্ষে বিশেষ ছাড়। কিন্তু এই ছাড় দিতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে চালু কেন্দ্রের নয়া ই-কমার্স নীতির বেশকিছু ধারা লঙ্ঘন করেছে মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট মালিকানাধীন ফ্লিপকার্ট এবং অ্যামাজন। এই অভিযোগ নিয়েই কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে CAITA বা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অভিযোগ পেয়েই ফ্লিপকার্ট এবং

অ্যামাজন, এই দুই সংস্থার কর্তাদের ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। মন্ত্রকের তরফে সংবাদসংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, দুই সংস্থার কর্তারা এসে কথা বলেছেন। দু’তরফের বক্তব্য শোনার পর খতিয়ে দেখা হচ্ছে ছাড় দিতে গিয়ে সত্যিই কোনও নিয়ম লঙ্ঘন করা হয়েছে কি না। তবে বিস্তারিত কী কথা হয়েছে বা আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে কোনও সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কি না, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। ফ্লিপকার্ট ও অ্যামাজন অবশ্য যথারীতি কোনও নিয়ম ভাঙার কথা অস্বীকার করেছে এবং দাবি করেছে, মন্ত্রকের কর্তাদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ কথা হয়েছে তাঁদের। এবং দুই সংস্থাই ভারতে প্রচলিত আইন মেনেই ব্যবসা চালিয়ে যেতে আগ্রহী।

ওদিকে CAITA তরফে দাবি করা হয়েছে, পুজোর আগের ছাড় চলার সময় 50 শতাংশেরও বেশি ছাড় দিয়ে পণ্য বিক্রির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চালু করা নতুন নিয়ম, যেখানে বিপুল ছাড় দিয়ে পণ্য বিক্রি করা বা কোনও সংস্থার সঙ্গে চুক্তি করে কেবলমাত্র তাদের অনলাইন প্ল্যাটফর্মেই কোনও পণ্য বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছিল, তা ভেঙেছেন অ্যামাজন-ফ্লিপকার্ট। পাশাপাশি এই পরিমাণ ছাড় দেওয়ার জন্য নিজেদের প্রাপ্য ‘ডিসকাউন্ট’ থেকেও ছাড় দিয়ে বিক্রেতাদের ‘ক্ষতি’ পুষিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। CAITA-র দাবি, ‘অবিশ্বাস্য পরিমাণ ছাড় পাওয়ায় স্বাভাবিক ভাবেই ক্রেতারা অনলাইনে এইসব প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে আকৃষ্ট হয়েছেন। উৎসবের মরসুমে ক্রেতাদের বড় অংশ অনলাইন প্ল্যাটফর্ম থেকে জিনিস কেনায় চলতি মাসে অফলাইনে বিক্রেতাদের ব্যবসা 30-40 শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়েই প্রতিকার চেয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছি আমরা।’

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version