Friday, November 14, 2025

নৈহাটি পৌরসভার ভাগ্য পরীক্ষা বুধবার। বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর উপস্থিতিতে অনাস্থা ভোটের মাধ্যমে ঠিক হবে নৈহাটি পুরসভা কার দখলে থাকবে? তবে তৃণমূলের দাবি, পুরসভার ৩১টি আসনের মধ্যে এই মুহূর্তে তাদের কাছে ২৬ জন ও বিজেপির কাছে ৫ জন কাউন্সিলর আছে। ফলে অনাস্থায় জয় হবে তাদের। তবে শেষ পর্যন্ত কি হয় সে বিষয়ে জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দফতর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
৩১ আসনের নৈহাটি পুরসভায় সবকটি আসনই তৃণমূলের ছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জয়লাভের পর হালিশহর, কাঁচরাপাড়ার মত নৈহাটির প্রায় ১৮ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করেছিল। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছিল ১৩ জন। সেক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার দাবি করে বিজেপি তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি জানিয়ে চিঠি দেয়। নবান্নের নির্দেশে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানো হয়। কিন্তু বিজেপির তরফে ফের বিষয়টি অনৈতিক দাবি করে পুরবোর্ড গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে। যে মামলায় গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয় প্রশাসক নিয়োগ বন্ধ করে চেয়ারম্যানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যেটি বারাসাতে জেলাশাসকের অফিসে জেলাশাসকের উপস্থিতিতেই করতে হবে। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়া ১৮ জনের মধ্যে প্রথম ধাপে ১০ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফেরায় সংখ্যাটি দাঁড়ায় তৃণমূল ২৩, বিজেপি ৮। বর্তমানে তৃনমূলের দাবি তাদের কাউন্সিলর সংখ্যা ২৬, বিজেপির ৫। স্বভাবতই বিজেপি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দিয়েছিল সেই অশোক চট্টোপাধ্যায়ের তৃণমূলের সমর্থনে আবারও চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
তবে শেষমেশ নৈহাটি পুরসভার ভাগ্য কী দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।।

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version