Sunday, August 24, 2025

নৈহাটি পৌরসভার ভাগ্য পরীক্ষা বুধবার। বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর উপস্থিতিতে অনাস্থা ভোটের মাধ্যমে ঠিক হবে নৈহাটি পুরসভা কার দখলে থাকবে? তবে তৃণমূলের দাবি, পুরসভার ৩১টি আসনের মধ্যে এই মুহূর্তে তাদের কাছে ২৬ জন ও বিজেপির কাছে ৫ জন কাউন্সিলর আছে। ফলে অনাস্থায় জয় হবে তাদের। তবে শেষ পর্যন্ত কি হয় সে বিষয়ে জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দফতর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
৩১ আসনের নৈহাটি পুরসভায় সবকটি আসনই তৃণমূলের ছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জয়লাভের পর হালিশহর, কাঁচরাপাড়ার মত নৈহাটির প্রায় ১৮ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করেছিল। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছিল ১৩ জন। সেক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার দাবি করে বিজেপি তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি জানিয়ে চিঠি দেয়। নবান্নের নির্দেশে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানো হয়। কিন্তু বিজেপির তরফে ফের বিষয়টি অনৈতিক দাবি করে পুরবোর্ড গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে। যে মামলায় গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয় প্রশাসক নিয়োগ বন্ধ করে চেয়ারম্যানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যেটি বারাসাতে জেলাশাসকের অফিসে জেলাশাসকের উপস্থিতিতেই করতে হবে। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়া ১৮ জনের মধ্যে প্রথম ধাপে ১০ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফেরায় সংখ্যাটি দাঁড়ায় তৃণমূল ২৩, বিজেপি ৮। বর্তমানে তৃনমূলের দাবি তাদের কাউন্সিলর সংখ্যা ২৬, বিজেপির ৫। স্বভাবতই বিজেপি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দিয়েছিল সেই অশোক চট্টোপাধ্যায়ের তৃণমূলের সমর্থনে আবারও চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
তবে শেষমেশ নৈহাটি পুরসভার ভাগ্য কী দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version