যথেষ্ট হয়েছে, আজই অযোধ্যা মামলার শেষ শুনানি, বললেন গগৈ

শুনানির ৩৯ দিনের মাথায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ হিন্দু মহাসভার একটি আবেদন বাতিল করে জানিয়ে দিলেন, অনেক হয়েছে, রাম জন্মভূমি-বাবরি মসজিদ তথা অযোধ্যা মামলার শুনানি আজই বিকেল ৫টায় শেষ হবে। রায় সম্ভবত ১৭ নভেম্বর।

এদিন, রামজন্মভূমির পক্ষে সওয়াল করতে উঠে আইনজীবী কে পরাসর বলেন, বহুদিন ধরে এখানে পুজোর অধিকার পেতে লড়াই চালাচ্ছে হিন্দুরা। মুসলিমরা যে কোনও জায়গায় প্রার্থনা করতে পারে। অযোধ্যাতেই ৫৯-৬০টি মসজিদ আছে। সেখানে প্রার্থনা করতে পারে। কিন্তু হিন্দুদের কাছে এটি রামের জন্মস্থান। জন্মস্থান বদল করা যায় না। বিচারপতি বাবরি মসজিদ পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ানকে প্রশ্ন করেন, আপনার কী মনে হয়, রামজন্মভূমি পক্ষকে যথাযথ প্রশ্ন করা হয়েছে? তিনি বলেন, বিস্ময়ের হল, ১৯৮৯ সাল পর্যন্ত হিন্দুরা রামজন্মভূমির দাবি জানায়নি।

গত ৬ অগাস্ট থেকে এই মামলার শুনানি চলছে। দশেরার ছুটির পর সোমবার থেকে শুনানি শুরু হয়েছিল।

আরও পড়ুন – বৌদ্ধধর্ম গ্রহণ করা নিয়ে মায়াবতীকে কটাক্ষ বিজেপির

Previous articleউৎপল খুনি? অবাক পরিচিতরা
Next articleচিদম্বরমকে তিহাড় জেল থেকে গ্রেফতার করলো ED