শনিবার থেকে ছ’দিনের ‘সম্প্রীতি যাত্রা’য় তৃণমূল

বিজেপি’র গান্ধী সঙ্কল্প যাত্রা আজ, 16 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত।

প্রায় কাছাকাছি সময়েই 6 দিনের ‘সম্প্রীতি যাত্রা’র ডাক দিয়েছে তৃণমূল। আগামী 19 থেকে 24 অক্টোবর রাজ্যের সমস্ত ব্লকে-ওয়ার্ডে সম্প্রীতি যাত্রায় জনসংযোগ করবে তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “দিদিকে বলো-র দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ শুরু করা হবে। 10 হাজার গ্রাম ও শহরে যাওয়ার যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, তা ডিসেম্বেরের মধ্যেই শেষ হবে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি বলেছেন, ” যাঁরা ঠিক মতো ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অংশ গ্রহণ করেননি, তাঁদের কথা দল জানে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

NRC নিয়ে সাধারণ মানুষকে ঠিক কী বলতে হবে, তা আরও একবার দলীয় পদাধিকারীদের ব্যাখ্যা করে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। প্রচারে-পদযাত্রায় বলতে বলা হয়েছে, NRC নিয়ে ভয়ের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে NRC-র কোনও প্রশ্নই নেই।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleরহস্য-জ্বরে কম্পমান কলকাতা, বিভ্রান্ত চিকিৎসকরাও