সাইবার অপরাধে ধৃত কংগ্রেস নেতা

সাইবার ক্রাইমে এবার জালে কংগ্রেস নেতা। আগরপাড়া থেকে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুরুলিয়া পুলিশ। তাঁর বিরুদ্ধে সোশ্যাল সাইটে অপ্রীতিকর ভিডিও পোস্টের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বৃহস্পতিবার সন্ধেয় পুলিশ তাঁর খোঁজে যায়। সন্ময়ের ভাই তন্ময় জানান, সেই সময় আগরপাড়া আনন্দময়ী আশ্রমের কাছে এক মহিলার বাড়িতে ছিলেন তাঁর দাদা। আচমকা সেখানে হানা দেয় পুলিশ। অভিযোগ, বাধা দিতে গেলে আহত হন পরিবারের লোকজন। তারপরই সন্ময়কে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। তাঁকে ধরতে গিয়ে পুলিশকর্মীরা মহিলাদের নিগ্রহ করেছেন বলে অভিযোগ। প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান জেলা সভাপতি তাপস মজুমদার।