সামান্য ইলিশ নিয়ে তুলকালাম! এটাই কি আমাদের বন্ধু দেশ?

পদ্মাতে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভারতীয় জেলে। তারপর তাঁদের দুই জন ভারতে ফিরে এসে বিএসএফ-কে জানান যে, বর্ডার গার্ড বাংলাদেশ তাঁদেরকে অত্যাচার করছে, মিথ্যা মামলা দিচ্ছে। শুধু তাই নয়, একজনকে বর্ডার গার্ড বাংলাদেশ আটকে রেখেছে। এবং তাদের দুজনকে ছেড়ে দিয়েছে। কারণ, তারা যাতে বিএসএফ-এর পোস্ট কম্যান্ডারকে গিয়ে পতাকা বৈঠকের জন্য আসতে বলেন।

আর তারপরেই যাবতীয় বিপত্তির সূত্রপাত। ৫ জন বিএসএফ জওয়ানকে সঙ্গে নিয়ে পোস্ট কম্যান্ডার নদীপথে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে পতাকা বৈঠক করতে রওনা দেন। বিএসএফ সূত্রে খবর, পতাকা বৈঠকের সময়ে ভারতীয় জেলেকে ছাড়েনি বর্ডার গার্ড বাংলাদেশ।

অভিযোগ, বিএসএফ জওয়ানদেরও ঘেরাও করার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। পরিস্থিতি বেগতিক বুঝে সেই সময়েই জওয়ানদের সঙ্গে নিয়ে ভারতে ফিরে আসেন পোস্ট কম্যান্ডার।

Previous articleসাইবার অপরাধে ধৃত কংগ্রেস নেতা
Next articleব্রেকফাস্ট নিউজ