অযোধ্যা-রায় সব সম্প্রদায়ের মানা উচিত: শাহ

অযোধ্যা মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দেবে তা সব সম্প্রদায়ের মান্য করা উচিত। বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। অযোধ্যা-রায় নিয়ে তিনি আশাবাদী কিনা এই প্রশ্ন এড়িয়ে শাহ বলেন, আমি আগাম অনুমানের ভিত্তিতে কিছুই বলব না। তবে আমি মনে করি 1950 সাল থেকে অযোধ্যা নিয়ে বিবাদ চলছে। এর ফয়সালায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে তা সব সম্প্রদায়ের মেনে চলা উচিত। আমার আশা, রায় নিশ্চয়ই সবার জন্য সমান হবে।

 

Previous articleবাংলায় এনআরসি-ই ভোটের প্রধান ইস্যু, গোটা দেশে হবে 2024-এর মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleবাংলায় মুখ্যমন্ত্রীর মুখ এখনও খুঁজে পায়নি বিজেপি