Thursday, August 28, 2025

তরুণ নেতাদের সামনে আনার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা ভোটের পর তা আরও জোরালো হয় আলিমুদ্দিনের অন্দরে। কিছুদিন আগে রাজ্য কমিটির খোলনলচে বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবশেষে সেই ইঙ্গিত বাস্তবে পরিনত হতে চলেছে।

বৃহস্পতিবার সিপিএমের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে দলের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। উত্তর 24 পরগনার পলাশ দাস এবং কলকাতা জেলার কল্লোল মজুমদার। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।
রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন অলকেশ দাস, ময়ুখ বিশ্বাস, পরেশ পাল,সৈয়দ হোসেনের মতো তরুন প্রজন্মের একাধিক মুখ।
ওদিকে, রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে স্বেচ্ছাবসর নিলেন নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত, গৌতম দেব ও মানব মুখোপাধ্যায়। শরীর অসুস্থ থাকায় বেশকিছু দিন ধরেই সম্পাদকমন্ডলী থেকে সরে যেতে চাইছিলেন গৌতম দেব। বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার একই কথা জানান। একইসঙ্গে দাবি জানান, দলের সামনের সারিতে আনা হোক তরুন নতুন মুখ।

দলের ‘দু:সময়ে’ বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসাবে SFI-এর
তিন নেতা, সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস ও প্রতিকূর রহমান DYFI-এর দুই নেতা, মীনাক্ষি মুখোপাধ্যায় ও সর্বানিপ্রসাদ সাঁতরা রাজ‍্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন।

■ সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন:
দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।

উত্তর 24 পরগনার পলাশ দাস

কলকাতা জেলার কল্লোল মজুমদার।

■ সিপিএম রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন:
• পরেশ পাল,

• সৈয়দ হোসেন,

• অলকেশ দাস,

• ময়ূখ বিশ্বাস,

• সৃজন ভট্টাচার্য,

• প্রতিকূর রহমান,

• মীনাক্ষি মুখোপাধ্যায়

• সর্বানিপ্রসাদ সাঁতরা

■ সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য হলেন:
• অনাদি সাহু

• সুমিত দে

■ স্বেচ্ছাবসর নিলেন :

• গৌতম দেব

• মানব মুখোপাধ্যায়

• দীপক দাশগুপ্ত

• নৃপেন চৌধুরি

আলিমুদ্দিনের অন্দরের খবর, নতুন যাঁরা অন্তর্ভূক্ত হলেন, তাঁরা সকলেই গৌতম দেবের ঘনিষ্ঠ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version