নাগরিকপঞ্জির সঙ্গে ভোটার তথ্য যাচাইয়ের কোনও সম্পর্ক নেই: নির্বাচন কমিশন

এনআরসি বা নাগরিকপঞ্জির সঙ্গে ইভিপি বা ভোটার তথ্য যাচাইয়ের কাজের কোনও সম্পর্ক নেই। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। দুটি বিষয়কে গুলিয়ে ফেলে কেউ যেন অযথা আতঙ্কিত না হন। সর্বোপরি ইভিপি বা ভোটার তথ্য যাচাই কর্মসূচি বাধ্যতামূলক নয়।

নাগরিকপঞ্জির সঙ্গে ইভিপিকে গুলিয়ে দিয়ে অকারণ গুজব বা আতঙ্ক ছড়ানো যাতে না হয় সেজন্য এভাবেই সতর্ক করল ভারতের নির্বাচন কমিশন। কলকাতায় সফররত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইভিপির সঙ্গে নাগরিকপঞ্জির কোথাও কোনও সম্পর্ক নেই। দুটি বিষয়ের পার্থক্য বোঝাতে জৈন বলেন, এনআরসি বা নাগরিকপঞ্জি দেশের নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত কোনও বিষয় নয়। অর্থাৎ এনআরসির কাজ কমিশন করে না। অন্যদিকে ভোটার তথ্য যাচাই বা ইভিপির কাজ কমিশনেরই বিষয়। ভোটাররা যাতে নিজেদের তথ্য নিজেরাই অনলাইন ব্যবস্থার মাধ্যমে যাচাই করতে পারেন সেজন্য ইভিপির ব্যবস্থা। ইভিপি আদৌ বাধ্যতামূলক নয়। তবে তথ্য যাচাই করে নিলে ভোটারদেরই সুবিধা। কারণ সেক্ষেত্রে ভোটার কার্ডে নাম, ঠিকানায় ভুল বা নামের বানান ভুল ভোটাররা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এইভাবে সরাসরি ভোটার কার্ড সংশোধন প্রক্রিয়ায় নিজেরাই যুক্ত থাকতে পারবেন। আপাতত 18 নভেম্বর পর্যন্ত ইভিপি কর্মসূচি চলবে। পরে আবার সময়সীমা বাড়তেও পারে।

আরও পড়ুন-জেএনইউর ছাত্রদের ইউনিয়ন রুমে তালা! ক্ষোভে ফুটছে পড়ুয়ারা