Sunday, November 16, 2025

জেল পালানোর চেষ্টার মামলা থেকে বেকসুর খালাস পেলেন রাজনৈতিক বন্দী দীপক কুমার

Date:

২০১৫ সালের মে মাসে প্রেসিডেন্সি জেলের সুপারিনটেনডেন্ট দেবাশীষ চক্রবর্তী হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন যে ছত্তিসগড় এর দূর্গ জেলার বাসিন্দা রাজনৈতিক বন্দী দীপক কুমার আর একজন বিচারাধীন বন্দী শামিম হাওলাদার এর সাথে ষড়যন্ত্র করে জেল পালানোর চেষ্টা করছিলেন এবং জেল কর্মীরা তাদের হাতেনাতে পাকড়াও করেন। অন্যদিকে দীপক কুমার এর বক্তব্য ছিল যে জেলের মধ্যে বন্দীদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করায়, তাকে শায়েস্তা করবার জন্য জেল প্রশাসন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।
সেই মামলার বিচার চলছিল ব্যাঙ্কশাল আদালতের ১১ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এজলাসে। আজ সেই মামলার রায় ঘোষণা হল এবং বিচারক দীপক কুমার ও শামীম হাওলাদার দুজনকেই নির্দোষ ঘোষণা করেন।

এই রায়ে প্রমাণ হল বর্তমান সরকারের আমলে রাজনৈতিক বন্দীদের ওপর কি ধরনের নির্যাতন চলছে, যেখানে ন্যায্য অধিকার এর জন্য আন্দোলন করলেও তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।

পি পি এস সি দীর্ঘ দিন ধরে এই মামলার দেখভাল করছিল। এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং যারা এই মিথ্যা মামলা সাজিয়েছিল তাদের শাস্তি এবং দীপক কুমার কে ক্ষতিপূরণ দেবার দাবি জানাচ্ছি। যদিও এই মামলায় খালাস পেয়েও রাজনৈতিক বন্দী দীপক কুমার জেল থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ তিনি ২০১২ সালের এন আই এ র একটি কেসে বন্দী আছেন, যে মামলায় আজ সাড়ে সাত বছরে সবেমাত্র কমপ্লেনার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। যদিও উক্ত মামলাটি পি পি এস সি দেখভাল করছে না।

দীপক কুমার সহ সমস্ত রাজনৈতিক বন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে আন্দোলন জোরদার করবার জন্য পি পি এস সি সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান রেখে বিবৃতি দিয়েছে।

আরও পড়ুন-রাজ্যপালের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version