Sunday, November 16, 2025

দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলে ‘নিরপেক্ষ’ হলেন রাজ্যপাল

Date:

তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল নিরপেক্ষ নন। সাংবিধানিক পদে বসে একটি বিশেষ দলের স্বার্থে কাজ করছেন। একের পর এক ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূল রাজ্যের রাজ্যপালকে ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে অভিযুক্ত করেছে। এর ফলে রাজনৈতিক মহলে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।
এধরনের অভিযোগ রাজ্য রাজনীতিতে আলোড়নও ফেলেছে। রাজ্যপালও সম্ভবত জানেন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল।

তবে এবার রাজ্যপাল প্রমাণ করার চেষ্টা করলেন সত্যিই তিনি নিরপেক্ষ। আর তা করতে গিয়ে কাঠগড়ায় তুলে দিলেন বঙ্গ-বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকেই। দিলীপবাবুকে ‘বলি’ দিয়েই নিরপেক্ষ হতে সচেষ্ট হলেন রাজ্যপাল জগদীপ ধনকার।

বৃহস্পতিবারের আনন্দবাজার পত্রিকায় “দিলীপের উক্তির নিন্দায় রাজ্যপাল” শীর্ষক সংবাদে বঙ্গ-বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যপাল এ ধরনের কাজ করে থাকলে তা বিবেচনাপ্রসূত হয়নি।

প্রসঙ্গত, বুধবার যাদবপুরের প্রাক্তনীদের একদল প্রতিনিধি রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে। সেখানেই কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গ ওঠে। তখনই বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের এ প্রসঙ্গে করা একটি মন্তব্য নিয়ে প্রাক্তনীদের তরফে অভিযোগ জানানো হয় রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে। বাবুল সুপ্রিয়কে হেনস্থার পরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর সার্জিকাল স্ট্রাইক করা হবে”। এরপরই তৃণমূল6 প্রশ্ন তোলে, দিলীপবাবুর মন্তব্য নিয়ে রাজ্যপাল নীরব রয়েছেন কেন? রাজ্যপাল কি বিজেপির রাজ্য সভাপতির উস্কানিমূলক মন্তব্য খেয়াল করেননি ?”
সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি প্রাক্তনীরা জানালে রাজ্যপাল দিলীপ ঘোষের এহেন মন্তব্যের নিন্দা করেন বলে জানান প্রতিনিধি দলের সদস্যরাই। তবে দিলীপবাবুর মন্তব্যের নিন্দা করার সময় রাজ্যপাল দিলীপ ঘোষের নাম উচ্চারণ করেননি বলে জানা গিয়েছে।

আর রাজ্যপালের এহেন আচরনেই ক্ষুব্ধ বঙ্গ-বিজেপি। নেতৃত্বের বক্তব্য, রাজ্যপাল নিরপেক্ষ হতে চাইছেন। তাই যাদবপুরের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেরও সমালোচনা করেছেন। এই বিষয়টি সহজেই এড়িয়ে যেতে পারতেন রাজ্যপাল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা করেননি।

আরও পড়ুন-অর্থনীতির হাল ফেরাতে রুগ্ন ব্যাঙ্ক বিক্রির পরামর্শ অভিজিতের

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version