ব্যাপক পুলিশি নিরাপত্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্যপালের বৈঠক করতে আসার আগেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

প্রচুর সংখ্যায় ছিলেন মহিলা পুলিশ কর্মীরাও। অতীত অভিজ্ঞতা থেকেই এমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল রাজ্যপালের জন্য। যদিও এদিন রাজ্যপালকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার শোনা গিয়েছিল, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে এবার থেকে সব জায়গাতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন রাজ্যপাল। কিন্তু এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাউকেই দেখা গেল না। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের আধিকারিক জানালেন, “রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়েছে বলে আমাদের কাছে কোনও অফিসিয়াল খবর নেই। আমাদের সঙ্গে কোনও কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা এ বিষয়ে যোগাযোগ করেননি।”

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল
