রাজপথে প্রদেশ কংগ্রেসের ধিক্কার মিছিল, অবরুদ্ধ মৌলালি মোড়

জিয়াগঞ্জ কাণ্ড, এনআরসি ও সন্ময় গ্রেফতারের প্রতিবাদে শনিবার মৌলালি অবরোধ করে কংগ্রেস। বিধান ভবন থেকে এই ধিক্কার মিছিল বের হয় মৌলালি মোড় পর্যন্ত। প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু শাখার নেতা তথা বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে এই মিছিল বের হয়।

প্রায় শ’খানেক সমর্থককে নিয়ে এই মিছিল মৌলালি মোড় অবরোধ করে। এবং সেখানে বিজেপি নেতৃত্বের কুশপুতুল পোড়ানো হয়। কংগ্রেসের এই কর্মসূচিতে প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ থাকে।

আরও পড়ুন-ছিটমহলে ঢুকতেই দেওয়া হল না অপর্ণাদের!