পরপর তিনবার টসে হারলেন ফ্লাপ ডুপ্লেসি। ভাগ্য বোধহয় সাহসীদের সঙ্গেই থাকে।ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট শুরু রাঁচিতে। টসে জিতে ব্যাট করতে নামলেন ভারতের রোহিত-মায়াঙ্ক।

বাতাসে আর্দ্রতা যথেষ্টই। শুরুই হল রাবাডার বলে বাউন্ডারি দিয়ে। ভারতীয় দলে একটাই পরিবর্তন, ঈশান্ত শর্মার জায়গায় পেসার শাহবাজ নাদিম। প্রোটিয়দের দলে তিনটি পরিবর্তন। দেখার বিষয়, ধোনির শহর থেকে কোহলি ব্রিগেড ৩-০ তে সিরিজ শেষ করতে পারে, না ঘুরে দাঁড়ায় ডুপ্লেসিরা।

