রাজাবাজারের সভায় কী বললেন অধীর?

পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করতে গেলে আগে সংবিধানের যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বদলাতে হবে বলে মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

শনিবার রাতে রাজাবাজারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। অধীর চৌধুরী বলেন, অসমে এনআরসি লাগু হাওয়ার পর সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা। এ রাজ্যে এনআরসি লাগু করলে জটিলতা বাড়বে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক বিজেপি গণতন্ত্রকে ভূলুন্ঠিত করার চক্রান্ত করছে।

শুধু কেন্দ্রের বিজেপি নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও একহাত নিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে লেখনি ধরলেই তাকে পুলিশ দিয়ে অত্যাচার করা হয়। সন্ময় বন্দোপাধ্যায় গ্রেপ্তারি প্রসঙ্গ উঠলে একথা বলেন তিনি।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleদুই মনীষীকে সম্মান জানাতে পুরসভার উদ্যোগ