ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তাঁদের গোলাবর্ষণে 2 ভারতীয় জওয়ানের সঙ্গে প্রাণ হারালেন 1 নাগরিক। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এর জেরে নিহত হন 2 ভারতীয় জওয়ান। শুধু তাই নয়, প্রাণ হারিয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। 7টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মৃত্যু হয়েছে জঙ্গি ও পাক সেনা সহ কমপক্ষে 10 জনের।

রবিবার ভোর থেকেই, কুপওয়ারার তাংধার এলাকায় হঠাৎই গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। এর জেরে গুরুতর আহত হন দুই ভারতীয় সেনার জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। ঘটনায় আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে সূত্রের খবর।
শনিবার রাত থেকেই পাকিস্তান সীমান্তে ওই তরফ থেকে গুলিবর্ষণ চলছে। জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। রবিবার ভোর ৪ টে থেকে সীমান্ত বরাবর হামলা শুরু হয়। ভারতীয় সেনার পাল্টা জবাবে পাক অধিকৃত কাশ্মীরে সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বহু জঙ্গি ও পাক সেনার।

আরও পড়ুন-মাত্র 3 ঘণ্টায় খুনের ছক প্রিন্স, বিশালের

 

Previous articleপর্যটকদের জন্য খুলে গেল সিয়াচেন গ্লেসিয়ার, রাজনাথের হাতে সেতুর উদ্বোধন
Next articleরোহিতের ডবল সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড়ো রানের লক্ষ্যে ভারত