কাকে আড়াল করতে চাইছে প্রিন্স?

নিজেই খুন করেছে? না কি সঙ্গে আরও কেউ ছিল? প্রিন্সকে হেফাজতে নিয়ে এখন এটাই জানতে চাইছে পুলিশ। দেবাঞ্জন দাস হত্যা মামলায় মূল অভিযুক্ত প্রিন্স সিংকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাকপুরের বিশেষ আদালত। রবিবার হাসপাতালে মেডিক্যাল টেস্টের পর, তাকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক।
শনিবারই আত্মীয়র বাড়ির খাটেরতলা থেকে প্রিন্সকে ধরে পুলিশ। গত কয়েক দিন বজবজের ওই বাড়িতেই গা ঢাকা দিয়েছিল দেবাঞ্জন খুনের মূল অভিযুক্ত। শুক্রবার, ধরা পড়ে এই ঘটনায় অপর অভিযুক্ত বিশাল মারু। তাকে জিজ্ঞাসাবাদ করেই প্রিন্সের সন্ধান পায় পুলিশ। খুনের পর দমদম মতিঝিলে এই বিশালের আত্মীয়র ফ্ল্যাটে কয়েকদিন ছিল প্রিন্স। সেখান থেকে চলে যায় বজবজে এক দাদার বাড়ি। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রাতভর জেরার পরে নিজের দোষ কবুল করেছে প্রিন্স। জানিয়েছে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে টানাপোড়েনের জেরেই দেবাঞ্জনের সঙ্গে সেই রাতে কথা কাটাকাটি হয় তার। রাগের বশেই গুলি করে সে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় কাউকে আড়াল করতে চাইছে প্রিন্স। কে সে? অভিযুক্তকে হেফাজতে নিয়ে এখন সেই বিষয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন-লাইনচ্যুত ডাউন দিল্লি–হাওড়া কালকা মেল, তারপর যা হল