Friday, November 14, 2025

শুরু আইএসএল, অর্থসঙ্কট বাড়ছে, ভারতীয় ফুটবলও সেই তিমিরেই

Date:

আজ শুরু হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। উদ্বোধনী ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী এটিকে আর কেরল ব্লাস্টার্সের মধ্যে। আপাতত এটাই দেশের এক নম্বর লিগ। আইএসএলের জাঁকজমক পৃথিবীর যে কোনও লিগকে পাল্লা দিতে পারে। কিন্তু এতে দেশের ফুটবলের লাভ কতটা, সে প্রশ্ন উঠে গিয়েছে।

পুণে এবার আইএসএল থেকে সরে গিয়েছে। পুণে গিয়েছে হায়দরাবাদের হাতে। দিল্লি ডায়ানামোজ রাজধানী ছেড়ে ওড়িশায়। মূল কারন, আর্থিক সঙ্কট। কেউই এখন আর লাভের মুখ দেখছে না। উল্টে ক্ষতি বাড়ছে। প্রতি বছর প্রায় ৫০ কোটির কাছাকাছি ক্ষতি হচ্ছে। গত বছর পুণে ফুটবলারদের বেতন দিতে পারেনি। ডায়ানামোজ বেতন দিলেও খরচ কমাতে ওড়িশা চলে গিয়েছে। তাছাড়া স্থানীয় ক্লাবগুলো এই লিগে খেলতে না পারায় মাঠে দর্শকও সেভাবে হচ্ছে না। সম্প্রতি এএফসি দফতরে এক বৈঠকে ঠিক হয়, আই লিগ চ্যাম্পিয়ন খেলবে আইএসএলে আর আইএসএলের শেষতম দল যাবে আই লিগে। কিন্তু সেই পরিকল্পনা ২৯২৪-২৫ থেকে। অনেকের বক্তব্য ততদিন আইএসএল বেঁচে থাকলে হয়। আজ, আইএসএল শুরু হলেও আই লিগ অথৈ জলে। সূচি, টিভি সম্প্রচার, কিছুই ঠিক হয়নি। আর্থিক সঙ্কটে বহু ক্লাব বন্ধ হয়েছে। আইএসএল যাদের তারকা বলে সামনে আনছে তারা সকলেই আই লিগ থেকে উঠে আসা। আইএসএল কার্যত নতুন তারকা তৈরি করতেই পারেনি। তার বড় উদাহরণ জবি জাস্টিন। কেরলের এই খেলোয়াড় ইস্টবেঙ্গলে এসে ভারতীয় ফুটবলের তারকা। এবার এটিকোতে। চোখ ধাঁধানো নাম আইএসএলে বিগত দু’বছরে পাওয়া যায়নি। ফলে দুই টুর্নামেন্ট দেশের ফুটবলে খুব একটা কাজে লাগছে, বলা যায় না। ফেডারেশও খুব একটা নড়েচড়ে বসেনি।

ফলে আইএসএল আজ শুরু হলেও ক্লাব ও ভারতীয় ফুটবলের খুব একটা যে হেরফের হচ্ছে না, তা বলে দেওয়া যায়।

আরও পড়ুন-শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version