ট্রেনের কনফার্ম টিকিটের জন্য আর অপেক্ষা নয়

ট্রেনের টিকিট পাওয়া যাবে কি না তা নিয়ে চিন্তার দিন শেষ হচ্ছে। আগামী ডিসেম্বর থেকেই নতুন ব্যবস্থা আনতে চলেছে রেলওয়ে। আর এর জেরে কনফার্ম টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা বাড়ছে যাত্রীদের।

ট্রেনের সঙ্গেই দুটি পাওয়ার ভ্যান থাকে। এই দুটি থেকেই দূরপাল্লার ট্রেনে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং পয়েন্ট এইসব সংযোগ করা থাকে। রেল চাইছে ওভারহেড তার থেকেই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই বৈদ্যুতিক পরিষেবাগুলি চালু রাখতে। এর জায়গায় দুটি বগি যুক্ত করা যাবে। তাতেই বেড়ে যাবে আসন সংখ্যা। ফলে কনফার্ম টিকিটের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

আবার একই সঙ্গে এই পাওয়ার ভ্যান চলে ডিজেলে। সে ক্ষেত্রে পাওয়ার ভ্যান বন্ধ হলে, ব্যয় কমবে। আর টিকিট বিক্রি বাড়লে আয় যাবে বেড়ে।

একইসঙ্গে এবার দূরপাল্লার ট্রেনে আসন খালি থাকলে সঙ্গে সঙ্গে টিকিট পরীক্ষক অন্য যাত্রীকে সেই সংরক্ষিত আসন দিতে পারবেন। আগে এই ব্যবস্থা ছিল না। তখন কোনো আসন ফাঁকা থাকলে টিকিট পরীক্ষককে দুটো স্টেশন অপেক্ষা করতে হত। এখন সেটা না হওয়ায় যাত্রীদের সুবিধা বাড়ছে। সব মিলিয়ে ডিসেম্বর থেকে যাত্রী পরিষেবায় রেলওয়ে কয়েক কদম এগিয়ে যাবে বলে আশা।

আরও পড়ুন-দূরন্ত গতির ট্রেন, গাড়ির ভিতর সংজ্ঞাহীন ব্যক্তি, কীভাবে বাঁচালেন পুলিশ?