কালী মন্দির সংস্কারের সময় উদ্ধার নরমুণ্ড, তারপর?

বোলপুরের যদুপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরানো কালী মন্দিরের সংষ্কার চলাকালীন মাটির তলা থেকে উদ্ধার হল দুটি নরমুণ্ড। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, বহুকাল আগে কোনও সাধক এখানে পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করতেন। পরে নরমুণ্ডগুলি কোনওভাবে মাটির তলায় চাপা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে বোলপুর থানার পুলিশ।

আরও পড়ুন-জামিন পেলেন সন্ময়