Thursday, November 13, 2025

শুরু আইএসএল, অর্থসঙ্কট বাড়ছে, ভারতীয় ফুটবলও সেই তিমিরেই

Date:

Share post:

আজ শুরু হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। উদ্বোধনী ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী এটিকে আর কেরল ব্লাস্টার্সের মধ্যে। আপাতত এটাই দেশের এক নম্বর লিগ। আইএসএলের জাঁকজমক পৃথিবীর যে কোনও লিগকে পাল্লা দিতে পারে। কিন্তু এতে দেশের ফুটবলের লাভ কতটা, সে প্রশ্ন উঠে গিয়েছে।

পুণে এবার আইএসএল থেকে সরে গিয়েছে। পুণে গিয়েছে হায়দরাবাদের হাতে। দিল্লি ডায়ানামোজ রাজধানী ছেড়ে ওড়িশায়। মূল কারন, আর্থিক সঙ্কট। কেউই এখন আর লাভের মুখ দেখছে না। উল্টে ক্ষতি বাড়ছে। প্রতি বছর প্রায় ৫০ কোটির কাছাকাছি ক্ষতি হচ্ছে। গত বছর পুণে ফুটবলারদের বেতন দিতে পারেনি। ডায়ানামোজ বেতন দিলেও খরচ কমাতে ওড়িশা চলে গিয়েছে। তাছাড়া স্থানীয় ক্লাবগুলো এই লিগে খেলতে না পারায় মাঠে দর্শকও সেভাবে হচ্ছে না। সম্প্রতি এএফসি দফতরে এক বৈঠকে ঠিক হয়, আই লিগ চ্যাম্পিয়ন খেলবে আইএসএলে আর আইএসএলের শেষতম দল যাবে আই লিগে। কিন্তু সেই পরিকল্পনা ২৯২৪-২৫ থেকে। অনেকের বক্তব্য ততদিন আইএসএল বেঁচে থাকলে হয়। আজ, আইএসএল শুরু হলেও আই লিগ অথৈ জলে। সূচি, টিভি সম্প্রচার, কিছুই ঠিক হয়নি। আর্থিক সঙ্কটে বহু ক্লাব বন্ধ হয়েছে। আইএসএল যাদের তারকা বলে সামনে আনছে তারা সকলেই আই লিগ থেকে উঠে আসা। আইএসএল কার্যত নতুন তারকা তৈরি করতেই পারেনি। তার বড় উদাহরণ জবি জাস্টিন। কেরলের এই খেলোয়াড় ইস্টবেঙ্গলে এসে ভারতীয় ফুটবলের তারকা। এবার এটিকোতে। চোখ ধাঁধানো নাম আইএসএলে বিগত দু’বছরে পাওয়া যায়নি। ফলে দুই টুর্নামেন্ট দেশের ফুটবলে খুব একটা কাজে লাগছে, বলা যায় না। ফেডারেশও খুব একটা নড়েচড়ে বসেনি।

ফলে আইএসএল আজ শুরু হলেও ক্লাব ও ভারতীয় ফুটবলের খুব একটা যে হেরফের হচ্ছে না, তা বলে দেওয়া যায়।

আরও পড়ুন-শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...