প্রেসিডেন্সিতে ছাত্র ভোট ১৪ই

আড়াই বছর পর রাজ্যে ফের ছাত্র ভোট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ১৪ নভেম্বর। সেদিনই গণনা এবং ফল। ভোট হচ্ছে পুরনো নিয়মেই। উচ্চশিক্ষা দফতর কলেজ নেই এমন চারটি বিশ্ববিদ্যালয়ে ভোটের সিদ্ধান্ত নেয়। তারমধ্যে প্রথম ভোট দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটিতে। বিশ্ববিদ্যালয়ের তরফে সোমবার ভোটের দিন ঘোষণা করে বলা হয়েছে, ৫টি পদের জন্য ভোট হবে। এগুলি হল, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ। অন লাইন নমিনেশন। টঙানো হবে প্রার্থী তালিকা। ভোটের অন্তত ১০দিন আগে নোটিশ দেওয়ার নিয়ম বজায় রেখেই বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বহিরাগতদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে তাদের ভোটের প্রচারে থাকার কোনও সুযোগই থাকছে না।

আরও পড়ুন-অনেকাংশে বাকি স্টল তৈরির কাজ, ময়দানের বাজি মেলাতে বিলম্ব

 

Previous articleঅনেকাংশে বাকি স্টল তৈরির কাজ, ময়দানের বাজি মেলাতে বিলম্ব
Next articleগাড়ির ডেটা রেকর্ডারে কার কণ্ঠস্বর? তদন্তে ফরেনসিক