শীতকালীন অধিবেশন চলবে প্রায় এক মাস

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ১৮ নভেম্বর, চলবে ১৩ ডিসেম্বর অবধি। সোমবার সরকারের পক্ষ থেকে দুই কক্ষের সচিবদের এই কথা জানানো হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পেশ করা হবে, এবং দুটিব অর্ডিন্যান্সকে বিলে পরিণত করার সিদ্ধান্তও নেওয়া হবে। প্রথমটি অবশ্যই কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত। মূলত নতুন এবং বাড়িত কাজে ব্যবহৃত জিনিস তৈরিতে কর্পোরেট ট্যাক্স কম করা হয়েছিল সেপ্টেম্বরে। ১৯৬১-র আয়কর আইনে তাকে অন্তর্ভুক্ত করতে বিল পেশ করা হবে। দ্বিতীয় অর্ডিন্যান্স ই সিগারেট সংক্রান্ত। সেপ্টেম্বরে আনা হয়। সেই অর্ডিন্যান্সও পেশ করা হবে বিল হিসাবে আইনে পরিণত করতে।

আরও পড়ুন-শীত আসতে এখনও প্রায় দু’সপ্তাহ!

 

Previous articleস্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সচিন
Next articleদু’শোর গণ্ডি পেরনোর আগেই থমকে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস