কালীপুজোতেও চাই সরকারি অনুদান, উঠলো দাবি

‘সঙ্গত’ দাবি ! দুর্গাপুজো কমিটি পেলে কালীপুজো কমিটি পাবে না কেন?

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও অনুদান দিক সরকার। এমনই দাবি জানালেন কলকাতার কালীপুজো কমিটির কর্তারা। কলকাতা পুলিসের সঙ্গে সমন্বয় বৈঠকে এই দাবি জানিয়েছেন তাঁরা। ন্যূনতম 10 হাজার টাকা অনুদান দাবি করেছে কালীপুজো কমিটিগুলি।
গত কয়েক বছর ধরেই দুর্গাপুজায় 10 হাজার টাকা করে রাজ্য সরকার অনুদান দিচ্ছে। চলতি বছরে অনুদান বেড়ে হয়েছে 25 হাজার। বিদ্যুত্‍ মাশুলেও বিপুল ছাড় পায় দুর্গাপুজো কমিটি।
ঠিক এভাবেই এবার কালীপুজোতেও অনুদান দেওয়া হোক, এমনই দাবি উঠেছে। যদিও কলকাতা পুলিস এই দাবির প্রসঙ্গে কোনও কথাই বলেনি।

Previous articleIndia Today Exit Poll বলছে, হরিয়ানায় টক্কর হবে পদ্ম আর হাতে
Next articleকোন মূল্যায়ণ গ্রহণযোগ্য! কণাদ দাশগুপ্তর কলম