India Today Exit Poll বলছে, হরিয়ানায় টক্কর হবে পদ্ম আর হাতে

হরিয়ানা নিয়ে এক Exit Poll-এ চমকে দেওয়া রিপোর্ট। এই রাজ্যে সমানে সমানে টক্কর পদ্ম আর হাতে।

India Today-Axis My India-এর এক্সিট পোল বলছে হরিয়ানায় বিজেপি আর কংগ্রেসের লড়াই হবে সেয়ানে সেয়ানে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতই বেহাল হোক, মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে বিজেপির জয় নিশ্চিত বলেই প্রায় সব ক’টি এক্সিট পোলের রিপোর্ট বলছে। তার মাঝেই স্রোতের উল্টোদিকে গিয়ে India Today-Axis My India বলছে, হরিয়ানার 90 আসনের মধ্যে 32-44টি আসন পাবে বিজেপি। কংগ্রেসের হাতে আসতে পারে 30-42টি আসন ৷ তাদের পূর্বাভাস 2014-র থেকে ভালো ফল করবে জননায়ক জনতা পার্টি, ভালো করবে ভারতীয় জাতীয় লোক দলও ৷ এদের দুজনের ঝুলিতে যেতে পারে 6 থেকে 10 আসন ৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট গণনা বৃহস্পতিবার, 24 অক্টোবর।

হরিয়ানার ভোট নিয়ে অন্যান্য এক্সিট পোল বলছে-
■ News18IPSOS Exit Poll : হরিয়ানা এবার বিজেপি-র। মোট 90 আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে 75 আসন ৷ গতবার বিজেপি পেয়েছিল 47 আসন ৷ কংগ্রেস 15 থেকে কমে 10 হতে পারে৷ INLD এবার খাতা নাও খুলতে পারে।

■ Republic – Jan ki baat Haryana Exit Poll : হরিয়ানায় বিজেপি এবার জয়ী হতে পারে 52-63 আসনে ৷ কংগ্রেস পেতে পারে 15-19 আসন। JJP জিততে পারে 5-9 আসন। ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে।অন্যান্যরা পেতে পারে 7-9 আসন।

■ Times Now Exit Poll : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসবে বিজেপি। এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় 71 আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র 11 আসনেই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

■ India Today-Axis My India-র Exit Poll : হরিয়ানার 90 আসনের মধ্যে 32-44টি আসন পাবে বিজেপি। কংগ্রেসের হাতে আসতে পারে 30-42টি আসন। 2014-র থেকে ভালো ফল করবে জননায়ক জনতা পার্টি, ভারতীয় জাতীয় লোক দলও ৷

Previous articleবিজেপি সরকারের বেনজির সিদ্ধান্ত, দুইয়ের বেশি সন্তানে সরকারি চাকরি হবে না
Next articleকালীপুজোতেও চাই সরকারি অনুদান, উঠলো দাবি