বিজেপি সরকারের বেনজির সিদ্ধান্ত, দুইয়ের বেশি সন্তানে সরকারি চাকরি হবে না

বিজেপি সরকারের বেনজির সিদ্ধান্ত। 2021-এর 1 জানুয়ারির পর থেকে দুয়ের বেশি সন্তান থাকলে মিলবে না সরকারি চাকরি।

শুধু সরকারি চাকরির সুযোগ থেকেই নয়, দুইয়ের বেশি সন্তানের মা-বাবারা সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন ৷ কোনও রকম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না দুইয়ের অধিক সন্তানের জনক-জননী। জন্মহার ও জনসংখ্যা নিয়ন্ত্রণেই নাকি এই পদক্ষেপ ৷ অসম মন্ত্রিসভার বৈঠকে নতুন সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 2021-এর 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত । অসমের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পটওয়ারি জানিয়েছেন, এমন আইনের খসড়া আগেই পেশ হয়েছিল ৷ এবার তাতে সবুজ সঙ্কেত দিয়েছে অসম মন্ত্রিসভা ৷ তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ রাজ্য সরকারের ৷
উল্লেখ্য 2017 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে খসড়া- প্রকল্প তৈরি হয়েছিলো, সেখানেই এ কথা বলা ছিলো ৷
জন্মহার নিয়ন্ত্রণে এই নয়া আইন ছাড়াও কৃষিক্ষেত্রেও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে নতুন ভূমি সংস্কার নীতির। ভূমিহীনদের কৃষিকাজের জন্য তিন বিঘা করে জমি দেবে অসম সরকার।

Previous articleভাঁড় মে গয়া পিচ! শাস্ত্রীর কথায় বিরক্ত ক্রিকেটপ্রেমীরা
Next articleIndia Today Exit Poll বলছে, হরিয়ানায় টক্কর হবে পদ্ম আর হাতে