Thursday, November 13, 2025

অনুপমের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তথাগতর

Date:

Share post:

ফের খবরে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এবার ট্যুইটারে তথাগত রায়ের নিশানায় রাজ্যের অন্যতম গায়ক অনুপম রায়। অনুপমের শেয়ার করা একটা ছবির মাধ্যমে তাঁর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তথাগতবাবু।

গত ১৭ অক্টোবর বাঙালিদের উদ্দেশে ট্যুইটারে একটি আবেদন করেছিলেন অনুপম। সেখানে তিনি লেখেন, “বাঙালিকে আর একটু সচেতন হতেই হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। না হলে কালী পুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে।” বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য অনুপমের এই প্রয়াসকে যে ভালোভাবে নেননি তথাগতবাবু তা বোঝা গেল সম্প্রতি।

অনুপমের সেই মন্তব্যের পাশে তিনি যে ছবি দিয়েছিলেন তাতে দেখা গিয়েছিল আরবি শেখদের মতো পোশাক পরে আছেন তিনি। কোনও একটি অনুষ্ঠানের জন্য সেই পোশাক পরতে হয়েছিল গায়ক ও সুরকারকে। সেই ছবি ও ট্যুইট নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন অভিজিৎ বসাক নামে এক ব্যক্তি। ট্যুইট করে তিনি বলেন, “কালীপুজোর দিন ‘হ্যাপি দিওয়ালি’ বললে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু ইদ উপলক্ষ্যে আরবীয় শেখের সংস্কৃতি নিয়ে এলে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয় না মিস্টার অনুপম রায়।” এই ট্যুইট করে তথাগত রায় ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ট্যাগও করেন তিনি।

 

সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে তথাগতবাবু লেখেন, “শুধু আরব পোশাক পরা নয়, সেঙ্গে দাঁত বার করে হাসা! দেখো, আমি কত ‘সেকুলার’! আমার চেয়ে অনেক ছোট, তবু না বলে পারছি না, কী সীমাহীন নির্লজ্জতা!” এই মন্তব্য যে তথাগতবাবু অনুপমের কালীপুজো ও হ্যাপি দিওয়ালি নিয়ে মন্তব্যের উত্তরে দিয়েছেন তা বলাই বাহুল্য।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...