Saturday, January 17, 2026

অনুপমের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তথাগতর

Date:

Share post:

ফের খবরে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এবার ট্যুইটারে তথাগত রায়ের নিশানায় রাজ্যের অন্যতম গায়ক অনুপম রায়। অনুপমের শেয়ার করা একটা ছবির মাধ্যমে তাঁর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তথাগতবাবু।

গত ১৭ অক্টোবর বাঙালিদের উদ্দেশে ট্যুইটারে একটি আবেদন করেছিলেন অনুপম। সেখানে তিনি লেখেন, “বাঙালিকে আর একটু সচেতন হতেই হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। না হলে কালী পুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে।” বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য অনুপমের এই প্রয়াসকে যে ভালোভাবে নেননি তথাগতবাবু তা বোঝা গেল সম্প্রতি।

অনুপমের সেই মন্তব্যের পাশে তিনি যে ছবি দিয়েছিলেন তাতে দেখা গিয়েছিল আরবি শেখদের মতো পোশাক পরে আছেন তিনি। কোনও একটি অনুষ্ঠানের জন্য সেই পোশাক পরতে হয়েছিল গায়ক ও সুরকারকে। সেই ছবি ও ট্যুইট নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন অভিজিৎ বসাক নামে এক ব্যক্তি। ট্যুইট করে তিনি বলেন, “কালীপুজোর দিন ‘হ্যাপি দিওয়ালি’ বললে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু ইদ উপলক্ষ্যে আরবীয় শেখের সংস্কৃতি নিয়ে এলে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয় না মিস্টার অনুপম রায়।” এই ট্যুইট করে তথাগত রায় ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ট্যাগও করেন তিনি।

 

সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে তথাগতবাবু লেখেন, “শুধু আরব পোশাক পরা নয়, সেঙ্গে দাঁত বার করে হাসা! দেখো, আমি কত ‘সেকুলার’! আমার চেয়ে অনেক ছোট, তবু না বলে পারছি না, কী সীমাহীন নির্লজ্জতা!” এই মন্তব্য যে তথাগতবাবু অনুপমের কালীপুজো ও হ্যাপি দিওয়ালি নিয়ে মন্তব্যের উত্তরে দিয়েছেন তা বলাই বাহুল্য।

 

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...