বিজেপি-তৃণমূল সঙ্ঘর্ষে তপ্ত তুফানগঞ্জ

বিজেপি-তৃণমূল সঙ্ঘর্ষে তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। বিজেপি পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগে সঙ্ঘর্ষ শুরু হয়। ভাঙা হয় তৃণমূলের পার্টি অফিস। এক বিজেপি সমর্থক ঘটনায় আহত হন। ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বারবার সঙ্ঘর্ষে ব্যবসার ক্ষতির প্রতিবাদে ব্যবসায়ীরা অবরোধে বসেন।

বুধবার তুফানগঞ্জের চিলাখানায় বাইক মিছিল বের করে তৃণমূল। অভিযোগ সেই মিছিলে হামলা চালায় বিজেপি। ঢিল ছোড়া হয়। ঘটনায় লাঠি-অস্ত্র নিয়ে একে অপরের দিকে আক্রমণ চালায়। পুলিশ-র‍্যাফ নেমে অবস্থার সামাল দেয়। এই ঘটনায় বিরক্ত ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ লাঠি চার্জ করে অবস্থা আয়ত্ত্বে আনে।

আরও পড়ুন – দলবদলে পুরসভা হাতছাড়া তৃণমূলের

Previous articleনোবেলজয়ীকে বিশেষ সম্মান প্রদান মোহনবাগানের
Next articleচাঁদের গহ্বরে অরবিটারের রেডার দেখল চন্দ্রযানের এক অবিশ্বাস্য সাফল্য