একটি ভোটে জয়, অন্য ভোটে হার, বরিস ফের ফাঁপড়ে

প্রথম ভোটে উৎরে গেলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আটকে গেলেন দ্বিতীয় ভোটে। মঙ্গলবার পার্লামেন্টে তাঁর ব্রেক্সিট চুক্তির কপি দেওয়া হয় এমপিদের। এই বিলে ৩৯৯-২৯৯ ভোটে প্রাথমিকভাবে জেতেন তিনি। যদিও বিল নিয়ে আলোচনা হয়নি এখনও। তিনি চাইছিলেন তিন দিনের মধ্যে আলোচনা সেরে চুক্তি সম্পাদন করতে। কিন্তু এমপিরা ৩০৮-৩২২ ভোটে এই সময়সীমা বেঁধে দেওয়া খারিজ করে দেন। এমপিদের বক্তব্য, গোটা বিষটি জটিল। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফলে ডেড লাইন ৩১ অক্টোবর পিছিয়ে দিতে ইউরোপিয়ান ইউনিয়ানের কাছে আবেদন করা ছাড়া কোনও পথ খোলা থাকছে না বরিস জনসনের কাছে।

Previous articleএবার রাজ্যেও সাইবার বিধি বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
Next articleচিকেন আর মাছ ছাড়া কিছু মুখে তুলছে না এখানকার গোমাতারা!