Wednesday, May 14, 2025

অতিরিক্ত খরচের প্রস্তাব দিয়ে প্রশাসনিক বৈঠকে ভর্ৎসিত আমলা। বুধবার, সুর চড়িয়েই কার্শিয়ং-এ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন দার্জিলিং ও কার্শিয়ং-এর প্রশাসনিক কর্তারা। সেখানেই এক আধিকারিককের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান পাহাড়ে বিশ্ববিদ্যালয় তৈরিতে কত টাকা খরচ হতে পারে? তিনি জানান, “কমপক্ষে ৩৩০ কোটি টাকা”। এই মন্তব্য শুনে উষ্মা প্রকাশ করেন মমতা। ধমক দিয়ে তিনি জানান, তিনি একশো কোটির মধ্যে একটা ভবন তৈরি করতে পারেন। তাঁর ৩৩০ কোটি প্রয়োজন। ৫০ কোটির মধ্যে তাঁকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সরকারকে নিজের ভাবার পরামর্শও দেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রী একের পর এক কড়া বার্তা দেন। নেপালে চা দার্জিলিং-এর নামে চালানোর অভিযোগ তিনি পেয়েছেন বলে প্রশাসনকে সতর্ক করেন মমতা। প্রশাসনিক বৈঠকে অতিরিক্ত টাকা খরচের বিরুদ্ধে বারবারই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি নিয়েও বুধবার, কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকে হারিয়ে দিয়েই সমস্যা করেছে দার্জিলিং। বিজেপির নাম না করে তিনি বলেন, বাইরে থেকে লোক এসে পাহাড়ে এনআরসি-র নামে আতঙ্ক ছড়াচ্ছে। একই সঙ্গে দার্জিলিং, লাভা, লোলেগাঁও, টাইগার হিলের উন্নয়নে জোর দিতে বলেন মমতা।

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি হতেই গ্রেফতার প্রাক্তন দাপুটে বাম মন্ত্রী

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version