নান্দনিক ৪ দুর্গা প্রতিমার ঠাঁই আর্ট গ্যালারিতে

দীর্ঘদিনের চিন্তা ভাবনা আর পরিশ্রমের ফসল কলকাতার থিম পুজোর প্রতিমা। বহু তথ্য ও শিল্পকলার সমন্বয়ে তৈরি হয় সেগুলি। কিন্তু দশমী পেরিয়ে কার্লিভালের শেষে নিরঞ্জনে চলে যায় সেগুলি। তাতে বাঙালির মন খারাপ বাড়ে বৈ কী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত কয়েক বছর ধরেই কয়েকটি প্রতিমা সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবছরও শারদোৎসবে কলকাতার অন্যতম সেরা চার দুর্গাপ্রতিমা স্থান পাচ্ছে রবীন্দ্র সরোবরের আর্ট গ্যালারিতে। যোধপুর পার্ক, হিন্দুস্থান পার্ক, আলিপুর গোপালনগরের ৭৮ পল্লি ও বড়িশা ক্লাব রয়েছে তালিকায়।

৭ বছর আগে দুর্গা প্রতিমা নিয়ে ওই প্রদর্শনী সূচনার সময়েই “মা ফিরে এল’ নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ২০১২-তে দুর্গাপুজোর পরই রবীন্দ্র সরোবরে কেএমডিএ-এর আর্ট গ্যালারি তৈরি করে সেখানে সেরা প্রতিমাগুলি রাখার ব্যবস্থা হয়। পাশাপাশি নিউ টাউনের ইকো পার্কেও একাধিক পুজো কমিটির নান্দনিক মূর্তি বসানো হয়েছে।

আরও পড়ুন-ত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

 

Previous articleত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে
Next articleফিকে হচ্ছে গেরুয়া, শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক দল