ফিকে হচ্ছে গেরুয়া, শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক দল

শুধু হরিয়ানাই নয়, দেশ জুড়ে উপনির্বাচনের ফলে গেরুয়া রং ফিকে হয়ে আসার ইঙ্গিত। বৃহস্পতিবার, দু রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি, দেশ জুড়ে ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে।
গতবার, এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০টি পেয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ১২টি। বাকিগুলি পেয়েছিল আঞ্চলিক দলগুলি।

তবে, এবার আর সহজ জয় পাচ্ছে না গেরুয়া শিবির। গুজরাতেই এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতেও কেরালায় একটি আসন গিয়েছে সিপিআইএমের ঝুলিতে। আর একটি কংগ্রেস। বিহার, উত্তর প্রদেশেও কোণঠাসা বিজেপি। একমাত্র সিকিম ও হিমাচল প্রদেশে ভালো ফল করেছে পদ্মশিবির।

দেশ জুড়ে যে গেরুয়া ঝড়ের দাবি লোকসভা নির্বাচনের পরে বিজেপি শিবির করেছিল, এদিনের নির্বাচন ও উপনির্বাচনের ফল সামনে আসতেই তা অনেকটাই ম্রিয়মান। এই রেজাল্ট যেমন কংগ্রেসের মনোবল বাড়াচ্ছে, তেমনই সামনে আসছে আঞ্চলিক দলগুলির গুরুত্ব। রাজনৈতিক মহলের মতে, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির প্রভাবই হয়ত পড়েছে এবারের নির্বাচনে।

আরও পড়ুন-ত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

 

Previous articleনান্দনিক ৪ দুর্গা প্রতিমার ঠাঁই আর্ট গ্যালারিতে
Next articleবেলা বাড়তেই সকালের সেলিব্রেশন উধাও বঙ্গ বিজেপির সদর দফতরে