ত্রিশঙ্কুর পথে হরিয়ানা বিধানসভা, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

চূড়ান্ত ফল ঘোষণার আগেই হরিয়ানায় সরকার গড়তে তৎপরতা তুঙ্গে। সোনিয়া গান্ধি কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে। অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ডেকে পাঠালেন বিজেপি সভাপতি অমিত শাহ।

প্রসঙ্গত, এবার ৯০ আসনের হরিয়ানায় সরকার গঠনে নিয়ন্ত্রক হতে চলেছে জেজেপি । হরিয়ানায় দুষ্যন্ত চৌতালার নেতৃত্বে দারুণ ফল জেজেপি-র। ১১টি আসনে এগিয়ে দল। সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে তারা। মাত্র দশ মাস আগে গঠিত দলের এমন ফলে সকলেই অবাক।সাংবাদিকদের চৌতালা জানিয়েছেন, যে দল তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করবে তাকেই সমর্থন জানাবে তার দল।

আরও পড়ুন-হরিয়ানায় কিং মেকার হচ্ছে জেজেপি?

Previous articleসারদাকান্ডে শোভনকে জেরা সিবিআইর
Next articleনান্দনিক ৪ দুর্গা প্রতিমার ঠাঁই আর্ট গ্যালারিতে