পাঁচ বছরে পাঁচ কোটি চাকরির লক্ষ্যমাত্রা কেন্দ্রের

বার্ষিক লক্ষ্যমাত্রা কমল। এবার পাঁচ বছরে দেশে অন্তত পাঁচ কোটি চাকরির লক্ষ্যমাত্রা ঠিক করল কেন্দ্র সরকার। 2014 সালে ক্ষমতায় আসার পর বছরে দু’ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। লক্ষ্যপূরণ আদৌ হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। দেশে বেকারির মাত্রাছাড়া হারের মধ্যে 2019-এ সেই লক্ষ্যমাত্রাই নির্দিষ্ট হল বার্ষিক এক কোটি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানে জোর দিয়েই এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি। এই ক্ষেত্রে লগ্নি করার সম্ভাবনা বাড়াতে ছোট শিল্পের সংজ্ঞা বদল করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এজন্য কারখানায় লগ্নির অঙ্ক নয়, ব্যবসার অঙ্কের মাপকাঠিতে তৈরি হবে ছোট শিল্পের সংজ্ঞা।

 

Previous articleকালীপুজোয় কমানো হচ্ছে না মেট্রোর সংখ্যা
Next articleবাংলাকে ঘুরে দাঁড়ানোর কোন টোটকা দিলেন নোবেলজয়ী?